Budget 2020: কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্যে নজর দেওয়া হোক, বলছেন চাকুরিজীবীরা
Updated: 31 Jan 2020, 08:03 PM ISTআর কয়েক ঘণ্টা পরেই সংসদে সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই বাজেটে কোন দিকে বেশি নজর দেওয়া উচিত, চাকুরিজীবীদের কী প্রত্যাশা, তা জানার চেষ্টা করল হিন্দুস্তান টাইমস। তাঁরা দেশের অর্থমন্ত্রী হলে কী করতেন, তা জানালেন চাকুরিজীবীরা।