ফের রাজনৈতিক আলোচনায় চলে এল টুকরে টুকরে গ্যাংয়ের... more
ফের রাজনৈতিক আলোচনায় চলে এল টুকরে টুকরে গ্যাংয়ের কথা। টুকরে টুকরে গ্যাং, অর্থাত্ বিজেপির ভাষায় যারা দেশকে টুকরো টুকরো করতে চায়। অমিত শাহ এদিন অভিযোগ করলেন কংগ্রেসের নেতৃত্ব টুকরে টুকরে গ্যাং দিল্লিতে নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের সময় অশান্তি সৃষ্টি করেছিল। বিজেপি সভাপতি বলেন যে এখন সম. এসে গিয়েছে এই টুকরে গ্যাংকে উপযুক্ত শিক্ষা দেওয়ার। শাহ আশা করেন যে দিল্লির মানুষ এদের সমুচিত শিক্ষা দেবে। দিল্লির মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বলে এদিন অমিত শাহ অভিযোগ করেন। তাঁর কথায় বিরোধীরা সংসদে যখন নাগরিকত্ব বিল নিয়ে আলোচনা হল, তখন কিছু বলেননি। কিন্তু বাইরে এসে তারা সাধারণ মানুষকে উস্কাচ্ছেন। জামিয়ায় ছাত্র বিক্ষোভের সময় পুলিশ নির্যাতন করেছে, এই অভিযোগ ওঠার পরেই অনেক বেশি সংখ্যক মানুুষ যোগ দেন বিক্ষোভে। একই সঙ্গে শীলমপুর সহ কিছু জায়গায় হিংসাত্মক বিক্ষোভও হয়। এদিন একই সঙ্গে বিক্ষোভকারীদের টুকরে গ্যাংয়ের সদস্য বলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।