বাংলা নিউজ >
দেখতেই হবে >
Byomkesh O Durgo Rohosy: দেবের সঙ্গে হাত মেলাতে মহিলাদের ঠেলাঠেলি, দেখুন কী হল...
Updated: 21 Aug 2023, 08:15 PM IST
Ranita Goswami
রবিবাসরীয় বিকেলে হাতিবাগানের মোড়ে স্টার থিয়েটারে ছিল প্রবল ভিড়। সকলেই গিয়েছিলেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ দেখতে।হলে সিনেমা দেখতে আসা দর্শকদের বিশেষ চমক দিলেন দেব। সিনেমা শেষে দর্শকদের সামনে সশরীরে হাজির হলেন 'ব্যোমকেশ' দেব। সাংসদ অভিনেতা তথা 'ব্যোমকেশ' দেবকে দেখে সকলেই তখন উচ্ছ্বসিত। দেবের অনুরোধ, ‘যদি ছবিটা ভালো লেগে থাকে, সকলকে বলবেন ছবিটা দেখার জন্য।' দিনে দেবের সঙ্গে হাত মেলানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন অনুরাগীরা।