লাল ঢাকাই জামদানিতে সেজে দশমীর দিন মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী। রাজডাঙ্গা নবোদয় সংঘের সিঁদুরখেলায় যোগ দিলেন এই টলি সুন্দরী। পুজোর অপর দিনগুলো চর্চিত প্রেমিক অভিরূপের সঙ্গে কাটালেও এদিন নায়িকার পাশে দেখা মিলল না তাঁর। ধুুনুচি হাতে নাচ থেকে সিঁদুর দিয়ে মা-কে বরণ, সবই করলেন শ্রাবন্তী। দেখুন সেই ভিডিয়ো-