তুষারের তাজমহল! গুলমার্গের এই বরফ নির্মিত সৌধও কম আকর্ষনীয় নয়
Updated: 16 Feb 2022, 08:05 PM IST- জম্মু ও কাশ্মীর উপত্যকা এখন ক্রমেই সেজে উঠছে তুষারের নানান সাজে। বিশেষত ভূস্বর্গের গুলমার্গ নজর কাড়ছে তার বরফের সৌন্দর্য ঘিরে। ইতিমধ্যেই গুলমার্গের স্নো ইগলু ক্যাফে কেড়েছে পর্যটকদের মন। এবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে গুলমার্গের তুষারের তাজমহল। এর আয়োজন করেছে গুলমার্গের গ্র্যান্ড মুমতাজ রিসর্ট। হুবহু তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এই তুষারের সৌধ।