Updated: 16 Mar 2022, 09:41 PM IST
লেখক Sritama Mitra
প্রাক হোলি উৎসবে মাতোয়ারা দেশের বিভিন্ন প্রান্ত। ... more
প্রাক হোলি উৎসবে মাতোয়ারা দেশের বিভিন্ন প্রান্ত। রঙ-আবিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস, আনন্দ দেখা যাচ্ছে। উৎসবে মেতে উঠল বারাণসীর মনিকর্ণিকা ঘাটও। উত্তরপ্রদেশের বারাণসীর এই ঘাটে ১৫ মার্চ হোলি খেলা হয় চিতাভষ্ম দিয়ে। ভষ্ম মেখে উদযাপন হয় হোলির। সঙ্গে বাজতে থাকে ডমরু।