Updated: 12 Jun 2022, 06:01 PM IST
লেখক Sritama Mitra
সামনেই ২১ জুন রয়েছে যোগ দিবস। তার জন্য দেশের বিভিন... more
সামনেই ২১ জুন রয়েছে যোগ দিবস। তার জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগ শিবিরগুলি থেকে উঠে আসছে যোগভ্যাসের ছবি। দেশের বহু নেতা মন্ত্রী থেকে বিশিষ্টরা অংশ নিচ্ছেন যোগভ্যাসের শিবিরে। তবে তারই মাঝে, আইটিবিপির জওয়ানরা হিমাচল প্রদেশের পার্বত্য উপত্যকায় যোগভ্যাস করলেন। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। হিমাচলের মনোরম পার্বত্য সীমান্তে মোতায়েন সেনা জওয়ানরা এই যোগ শিবিরে অংশ নেন।