Updated: 03 Mar 2022, 01:47 PM IST
লেখক Sritama Mitra
দিওয়ালির সময় উত্তরপ্রদেশের দেবদীপাবলি ঘিরে আলোর সা... more
দিওয়ালির সময় উত্তরপ্রদেশের দেবদীপাবলি ঘিরে আলোর সাজ দেখা যায়। এরপর মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাশিবরাত্রির রাতে দেখা গেল আরও এক আলোর সাজ। উল্লেখ্য, ২১ লাখ প্রদীপ দিয়ে সেজে উঠেছিল উজ্জয়িনী। যে আলোর সাজে অংশ নেন ১৭ হাজার ভলেন্টিয়ার। এই আলোক সজ্জাই গড়েছে রেকর্ড। নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।