Updated: 31 Mar 2022, 09:38 PM IST
লেখক Sritama Mitra
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দার্জিলিং সফ... more
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দার্জিলিং সফরে বিভিন্ন সময়ে কেড়েছেন নজর। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কখনও আলাপচারিতায় দেখা গিয়েছে তাঁকে। আবার কখনও নিজের হাতে মোমো বানানোয় হাত লাগাতে দেখা গিয়েছে মমতাকে। এদিকে, সফরের বিভিন্ন ব্যস্ততার মাঝে এদিন সকালে গানের ছন্দে মাতলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী ইন্দ্রনীল সেন 'কফি হাউসের আড্ডাটা'র সুর ধরতেই গলা মেলালেন দিদি। দার্জিলিং সফরের শেষ দিনে এই দৃশ্য মন কেড়েছে অনেকেরই।