Updated: 30 Mar 2022, 09:08 PM IST
লেখক Sritama Mitra
দার্জিলিংয়ের সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো... more
দার্জিলিংয়ের সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রায় প্রত্যেকটি দিনই তিনি জনসংযোগের ওপর জোর দিয়েছেন। বিভিন্ন জায়গায় তাঁকে দেখা গিয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলতে। এদিনও সকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনা মেজাজে দেখা গেল। বুধবার তিনি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেন। হাতে আরতির থালা,ধূপ নিয়ে করেন পুজো। বুধবার মহাকাল মন্দিরে যাওয়ার পথে বহু স্থানীয়ের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা গেল দিদিকে।