মহারাষ্ট্রের রাজনীতিতে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে গিয... more
মহারাষ্ট্রের রাজনীতিতে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা ( MNS)। কয়েকদিন আগে নিজেদের নতুন পতাকা ইত্যাদি উন্মোচন করে কিছুটা হিন্দুত্বের পথে যাওয়ার চেষ্টা করেছে এমএনএস। এবার তথাকথিত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মহারাষ্ট্র ছাড়ার জন্য পোস্টার দিল দল। তাদের সাফ কথা, মহারাষ্ট্র ছাড়াও নয়তো MNS নিজেদের মতো করে ব্যবস্থা নেবে। এই পোস্টার দেওয়া হয়েছে মহারাষ্ট্রের রায়গড়ে। হোর্ডিংয়ে রাজ ঠাকরে ও তার ছেলে অমিত ঠাকরের ছবি দেওয়া আছে। নয় তারিখ বেআইনি অনু্প্রেবশকারীদের বিরুদ্ধে বড় সভা করার কথা আছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সিএএ-কে সমর্থন করলেও এনআরসি-র বিরুদ্ধে সরব হয়েছেন। প্রসঙ্গত এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বহু রাজ্যে বাঙালিদের বিতাড়ন করা হচ্ছে।