বাংলা নিউজ > দেখতেই হবে > মুসলমানদের উসকাচ্ছে কংগ্রেস, ছাত্রদের বিক্ষোভের সুযোগ নিচ্ছে শহুরে নকশালরা- মোদী

মুসলমানদের উসকাচ্ছে কংগ্রেস, ছাত্রদের বিক্ষোভের সুযোগ নিচ্ছে শহুরে নকশালরা- মোদী

নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যে রটনা করছে কংগ্রেস, বলে ঝ... more

নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যে রটনা করছে কংগ্রেস, বলে ঝাড়খণ্ডে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। মুসলমানদের মনে ভয় সৃষ্টি করছে কংগ্রেস বলেও অভিযোগ করেন তিনি। এদিন নির্বাচনী সভায় মোদী বলেন যে দেশের কোনও নাগরিকের ক্ষতি হবে না নাগরিকত্ব আইনের জন্য। কংগ্রেস ও তার শরিকরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মুসলমানদের উস্কাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এদিন কংগ্রেসের উদ্দেশে একটি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি। মোদী বলেন যে কংগ্রেস বলুক যে পাকিস্তানের সব নাগরিকদের তারা ভারতীয় নাগরিকত্ব দেবে ও জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা আবার ফিরিয়ে আনবে। সারা দেশ জুড়ে নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদ করছেন ছাত্র-ছাত্রীরা। এদিন তাদের জন্যেও বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই গেরিলা রাজনীতি বন্ধ কর। সংবিধান সবাইকে মানতে হবে। আমাদের নীতি নিয়ে আলাপ আলোচনা হোক, গণতান্ত্রিক প্রতিবাদ হোক। আমরা শুনবো। কিন্তু ছাত্রদের শিখণ্ডী করে শহুরে নকশালরা প্রভাব খাটাচ্ছে।’ সারা দেশ জুড়েই নাগরিকত্ব বিল নিয়ে চলছে প্রতিবাদ। অসম, পশ্চিমবঙ্গের পর দিল্লিতে হচ্ছে হিংসাত্মক প্রতিবাদ। বারংবার শান্তির জন্য আবেদন করেছেন প্রধানমন্ত্রী ও শাসক দলের নেতারা। কিন্তু এখনও পর্যন্ত নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে, এই দাবি থেকে সরতে নারাজ বিক্ষোভকারীরা। এদিন প্রথম চার দফায় সাহসী ভাবে ভোট দেওয়ার জন্য ঝাড়খণ্ডবাসীকে কুর্নিস জানান প্রধানমন্ত্রী। আবার রাজ্যে বিজেপি সরকার আসবে, এই আশা প্রকাশ করেন তিনি।