Updated: 16 Aug 2023, 10:46 PM IST
লেখক Ayan Das
ভাইরাল হয়ে গেল বিট্টু বজরঙ্গির গ্রেফতারির
ফরিদাবাদে নিজের বাড়ির কাছে লুঙ্গি পরে দৌড়াচ্ছেন । লাঠি ও বন্দুক হাতে ধাওয়া করছেন সাদা পোশাকের পুলিশকর্মী। বজরং দলের সদস্য তথা 'গো-রক্ষক' বিট্টুর ঘাড় ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। এমনই একটি নাটকীয় ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।