Haryana Violence: হরিয়ানায় বুলডোজারের অ্যাকশন! গুঁড়িয়ে দেওয়া হল 'দাঙ্গাকারীদের' দোকান-বাড়ি Updated: 05 Aug 2023, 03:43 PM IST লেখক Ayan Das বুলডোজার দিয়ে নুহতে ৪৫টির বেশি 'বেআইনি' দোকান ভেঙে দিল হরিয়ানা প্রশাসন। প্রশাসনের দাবি, হিংসায় জড়িত কয়েকজনের দোকানও ভেঙে দেওয়া হয়েছে। নালহার রোডের এসকেএইচএম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের কাছে দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -