এক কিলোগ্রাম কলার দাম ৩,৩০০ টাকা। এক প্যাকেট কফির দাম ৭,৩০০ টাকা। ব্ল্যাক কফির দাম ৫,৩০০ টাকা। প্রবল খাদ্য সংকটের জেরে এমনই শোচনীয় অবস্থার মুখে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া। রিপোর্ট অনুযায়ী, পরিস্থিতি এতটাই খারাপ যে খোদ কিম জং উনও খাদ্য সংকটের কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। কিন্তু কী কারণে এরকম ভয়াবহ খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে উত্তর কোরিয়া? বিশেষজ্ঞদের বক্তব্য, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের ফলে গত শীত থেকে খাদ্যের সংকট শুরু হয়। এখন দেশে ৮.৬ লাখ টন খাদ্যের অভাব আছে। যে পরিমাণ খাদ্যে সমগ্র দেশের দু'মাসের চাহিদা পূরণ করতে পারত।