বাংলা নিউজ >
দেখতেই হবে >
Nita Ambani: বিশ্বম্ভরী স্তুতির সঙ্গে নৃত্য পরিবেশন, অনন্ত-রাধিকা মঙ্গলকামনায় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নাচলেন নীতা
Updated: 05 Mar 2024, 02:55 PM IST
Priyanka Bose
আম্বানিদের অনুষ্ঠানের শেষ দিন রাতে ছিল চমকের পর চমক। মহা আরতির পাশাপাশি বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স করেছেন সেলিব্রিটিরা। উদযাপনে আলাদা মাত্রা যোগ করেছে নীতা আম্বানির অপূর্ব সুন্দর নৃত্য পরিবেশন। ছেলের হস্তাক্ষর অনুষ্ঠানে চোখধাঁধানো নৃত্যশেলীতে সকলকে মুগ্ধ করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন। এদিন বিশ্বাম্ভর স্তুতির উপর নাচ করেছেন নীতা আম্বানি।