বাংলা নিউজ > দেখতেই হবে > 'অকাল' বিশ্বকর্মা পুজো মাঘের শুক্লা পঞ্চমীতে! ঝালদায় কোন প্রথা প্রচলিত রয়েছে?

'অকাল' বিশ্বকর্মা পুজো মাঘের শুক্লা পঞ্চমীতে! ঝালদায় কোন প্রথা প্রচলিত রয়েছে?

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শাস্ত্রীয় বিধি অনুয... more

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শাস্ত্রীয় বিধি অনুযায়ী আয়োজিত হয় সরস্বতী পুজো। সারা বাংলা জুড়ে যখন এই তিথিতে বাগদেবীর আরাধনা হয়, তখন ঝালদায় আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো। পুরুলিয়ার ঝালদায় সরস্বতী পুজোর দিন আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো। পুরুলিয়ার ঝালদায় এই পুজোর আয়োজক সূত্রধর কমিটি। কমিটির সদস্যরা জানাচ্ছেন, ভাদ্রমাসে যখন এই পুজো হয়, তখন তাঁরা দুর্গাপ্রতিমা গড়ার কাজে ব্যস্ত থাকেন। আর সেই কারণেই ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো তাঁদের সম্পন্ন করে ওঠা হয় না। তাই মাঘ মাসে সরস্বতী পুজোর দিন পালিত হয় সূত্রধর কমিটির বিশ্বকর্মা পুজো।