বাংলা নিউজ > দেখতেই হবে > 'মহিলারা বেশি আয় করলে পুরুষদের ইগোতে লাগে', সমাজে কাজের ভেদাভেদ নিয়ে সরব প্রিয়াঙ্কা

'মহিলারা বেশি আয় করলে পুরুষদের ইগোতে লাগে', সমাজে কাজের ভেদাভেদ নিয়ে সরব প্রিয়াঙ্কা

সমাজে স্ত্রী-পুরুষ কার কী কাজ এটা নিয়ে একটা বদ্ধমূল ধারণা আছে। অনেকেই ভাবেন পরিবারের মাথা কেবল একজন পুরুষ হতে পারেন, রুটি রুজি তিনিই রোজগার করতে পারেন। যখন একজন মহিলা সেটা করেন, বেশি আয় করেন একজন পুরুষের থেকে তখন সেটা পুরুষদের ইগোতে হার্ট করে। এমনটাই জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। একই সঙ্গে তিনি গোটা অবস্থার পরিবর্তন আনার কথা বলেন।