বাংলা নিউজ >
দেখতেই হবে >
Prosenjit-Rituparna Video:'ঋতুর সাথে ৫০তম ছবির ভার বইতে একটা কাঁধ খুঁজছিলাম..', অযোগ্য প্রসঙ্গে প্রসেনজিৎ
Updated: 06 Dec 2023, 11:48 PM IST
লেখক Priyanka Mukherjee
পর্দায় ৫০তম বার জমবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার রোম্যান্স, সৌজন্যে ‘অযোগ্য'। ছবি পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়, ৫ বছর রুপোলি পর্দায় ফিরছে আইকনিক জুটি। প্রসেনজিৎ-এর কথায় সিনেমার ইতিহাসে এটাই প্রথম, আগে কোনও জুটি হাফ সেঞ্চুরি করেনি। বুধবার দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় প্রকাশ্যে এল ‘অযোগ্য’ লোগো ও প্রথম পোস্টার। হাজির ছিলেন ছবির ক্যাপ্টেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ-ঋতুপর্ণা।