Updated: 06 Aug 2022, 10:43 PM IST
লেখক Sritama Mitra
সামনেই রাখী পূর্ণিমা। তার আগে, বাজারে জোর কদমে চলছ... more
সামনেই রাখী পূর্ণিমা। তার আগে, বাজারে জোর কদমে চলছে রাখী পূর্ণিমার রাখী বন্ধনের প্রস্তুতি। এদিকে, গুজরাতের সুরাতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। সেখানে বাজার কাঁপাচ্ছে হিরের রাখী। শুধু হিরেই নয়, রিসাইকেল করে সোনা, রুপোর রাখীও বাজারে তাক লাগাচ্ছে। এছাড়াও ল্যাবে তৈরি হিরে বসিয়ে রাখী তৈরি করা হচ্ছে সুরাত জুড়ে। সব মিলিয়ে উজ্জ্বল রাখীর জাঁকজমকে ক্রমেই প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে রাখীর বাজারে। এমন রাখী বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। খুশি বিক্রেতারাও।