Updated: 07 Nov 2023, 06:14 PM IST
Ranita Goswami
তারকাদের জীবন, তাঁদের বাড়ির অন্দরমহল, এসবে লোকজনের কৌতুহল চিরকালীন।এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত দম্পতি রণবীর-আলিয়া। 'রলিয়া' জুটিকে নিয়েও আগ্রহ কিছু কম নেই। সম্প্রতি, রণবীর-আলিয়া কন্যা 'রাহা' জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁদের বাড়ির রান্নাঘর। রণবীর-আলিয়ার বাড়ি 'বাস্তু'তেই হয়েছে রাহার জন্মদিনের সেলিব্রেশন। অতিথিদের রান্নাবান্না হয়েছে তাঁদের বাড়ির রান্নাঘরেই।