বাংলা নিউজ >
দেখতেই হবে >
গয়ায় মৃত বাবা-মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান, রামমন্দির ইস্যুতে কী বললেন 'সঞ্জু বাবা'?
Updated: 12 Jan 2024, 07:30 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, এবিষয়ে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হলে, তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘হ্য়াঁ খুব ভালো একটা বিষয় হতে চলেছে।’এরপর জয় শ্রীরাম বলে ফেলে পরক্ষণেই জয় ভোলেনাথ বলে স্লোগান তোলেন তিনি। এসব দেখে নেটপাড়ার একাংশ বলছে, ‘হয়ত বিতর্ক হতে পারে বুঝেই জয় শ্রীরাম বলেও ফেলেও পরিবর্তে ভোলেনাথ বলে ওঠেন সঞ্জু বাবা’। তবে এদিন আবার সঞ্জয় দত্ত অযোধ্যার রামমন্দিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।