বাংলা নিউজ > দেখতেই হবে > রাতের শহরে স্ট্রিট ফুডে মজলেন সারা, জানালেন কলকাতায় এসে কেমন লাগছে

রাতের শহরে স্ট্রিট ফুডে মজলেন সারা, জানালেন কলকাতায় এসে কেমন লাগছে

জারা হাটকে জারা বাচকে ছবির প্রচারে কলকাতা এলেন সারা আলি খান। আর কলকাতা মানেই মিষ্টি, ফুচকা-সহ বিভিন্ন স্ট্রিট ফুড! ফলে প্রাণের শহরে পা রেখে এগুলোর কোনওটাই মিস করলেন না তিনি।