টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদ... more
টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সমর্থনের জন্য পুরো দেশকে এগিয়ে আসার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 'মন কি বাত'-এ তিনি বলেন, 'দু'দিন আগের দুর্ধর্ষ ছবি এবং মুহূর্তগুলি এখনও আমার চোখের সামনে ভাসছে। তাই আমি সেই মুহূর্তগুলি দিয়েই মন কি বাত শুরু করব। অ্যাথলিটদের তেরঙা নিয়ে যেতে দেখে শুধু আমি নয়, গোটা দেশ উদ্বেলিত হয়ে পড়েছিল। যেন পুরো দেশ এক হয়ে অ্যাথলিটদের বলছিল, জিতে আসুন।' সেইসঙ্গে ‘ভিক্ট্রি পাঞ্চ’ কর্মসূচির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অ্যাথলিটদের সমর্থন জানানোর আর্জি জানান মোদী। তিনি বলেন, ‘যখন অ্যাথলিটরা টোকিয়োয় যাচ্ছিলেন, তখন আমি তাঁদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁদের জানার সুযোগ পেয়েছিলাম। তাঁরা জীবনে অসংখ্য প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আজ এই জায়গায় পৌঁছে গিয়েছেন। আজ তাঁদের কাছে আছে আপনাদের সমর্থন এবং ভালোবাসার শক্তি। আমাদের অ্যাথলিটদের সমর্থনের জন্য ইতিমধ্যে ভিক্ট্রি পাঞ্চ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আপনিও নিজের দলের সঙ্গে ভিক্ট্রি পাঞ্চ শেয়ার করতে পারেন এবং ভারতকে সমর্থন করতে পারেন।’ একনজরে দেখে নিন আর কী বললেন মোদী -