বাংলা নিউজ > দেখতেই হবে > ময়দান > IND vs PAK Asia Cup 2023: কলম্বোয় উঠল সূর্য! ৭টা পর্যন্ত হবে না বৃষ্টি, ভারত-পাকিস্তান মহারণের আগে পুজো

IND vs PAK Asia Cup 2023: কলম্বোয় উঠল সূর্য! ৭টা পর্যন্ত হবে না বৃষ্টি, ভারত-পাকিস্তান মহারণের আগে পুজো

বৃষ্টির আশঙ্কা কাটিয়ে অনেকটা পরিষ্কার হল কলম্বোর আকাশ। উঠেছে সূর্য। পাকিস্তান বোর্ডের যে ছবি পোস্ট করেছে, তাতে আকাশ বেশ পরিষ্কার দেখা গিয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই। ফের ভারত-পাকিস্তান মহারণ ভেস্তে যাবে না বলে আশাবাদী ক্রিকেট মহল। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -