বাংলা নিউজ > দেখতেই হবে > ময়দান > Yuvraj Singh on Shubman Gill: ডেঙ্গির কামড়ে দুর্বল গিলকে ক্যানসারের লড়াইয়ের কাহিনী শোনালেন যুবি

Yuvraj Singh on Shubman Gill: ডেঙ্গির কামড়ে দুর্বল গিলকে ক্যানসারের লড়াইয়ের কাহিনী শোনালেন যুবি

২০১১ সালে শেষবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। সেবার ক্যানসার আক্রান্ত হয়েও দলকে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন যুবি। ব্যাটে-বলে অনবদ্য খেলে হয়েছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ব্যাটে-বলে অনবদ্য খেলে হয়েছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। মাঝে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি ম্যাচে ব্যাট করার সময় মাঠেই বমি করেছিলেন। তবে হাল ছাড়েননি যুবি। আর সেই একই বার্তা এবার শুভমন গিলকে দিলেন তিনি।