বাংলা নিউজ >
দেখতেই হবে >
গান ধরলেন সূর্য, পিকনিকে খুল্লাম খুল্লা নাচ 'অনুরাগের ছোঁয়া'র দীপা-উর্মিদের
Updated: 21 Jan 2024, 08:41 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#reels #picnik #anuragerchowa #starjalsha কনকনে ঠাণ্ডা। জমিয়ে শীত পড়েছে। আর শহরে এই শীতের আমেজে অনেকেই এই সময়টায় চড়ুইভাতির আনন্দ নিতে ছাড়ছেন না। আর শনি-রবিবার ছুটির দিন পড়লে তো আর কথাই নেই! পিকনিকের আনন্দ থেকে বাদ পড়ছেন না টেলি তারকারাও। কিছুদিন আগেই পিকনিকে গিয়েছিলেন ‘নিম ফুলের মধু’র তারকারা। আর এবার পিকনিক করলেন অনুরাগের ছোঁয়ার অভিনেতা ও কলাকুশলীরাও। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে 'অনুরাগের ছোঁয়া'র কলাকুশলীদের সেই পিকনিকের ঝলক। সেখানে দেখা যাচ্ছে 'অনুরাগের ছোঁয়া'র দীপা, সূূর্য, তাঁদের দুই মেয়ে, উর্মি, মিশকা সহ ধারাবাহিকের বাকি সকলেই রয়েছেন।