বাংলা নিউজ > দেখতেই হবে > Video: একাই একশো! মাঠ-ঘাট থেকে চা বাগান দাপিয়ে বেড়াচ্ছে হাতি

Video: একাই একশো! মাঠ-ঘাট থেকে চা বাগান দাপিয়ে বেড়াচ্ছে হাতি

কখনও জলাশয় নেমে সেখানে দাঁড়িয়ে পড়ছে। নিজের মতো করে পান করে নিচ্ছে জল। তাই দেখতে লোকজনের ভিড়ও জমছে। আবার কখনও চা বাগানের মধ্য দিয়ে নিজের মেজাজে চলছে সে। শিলিগুড়ির সুকান্তপল্লী আপাতত মেতে রয়েছে এই হাতিকে নিয়ে। পূর্ণ বয়স্ক হাতির গতিবিধি আপাতত এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। কখনও সে ঢুকে পড়ছে সরু রাস্তার গলিতে, আবার মাঠ পেরিয়ে কখনও উঠে পড়ছে বড় রাস্তায়। জনতার ভিড় এই হাতিকে ছেড়ে যাচ্ছে না। স্থানীয় পঞ্চনইনদীতে হাতি নামতেই দেখা গেল ভিড়ের ছবি। সবমিলিয়ে এই হাতি একাই একশো এলাকায় দাপট দেখাতে!