Updated: 08 Mar 2022, 09:32 PM IST
লেখক Sritama Mitra
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ নানান অনুষ... more
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ নানান অনুষ্ঠান পালিত হচ্ছে। নারীদের সম্মানে বীরভূমের চাঙুরিয়া গ্রামে ২৫ জন মহিলাকে মাতৃদেবী রূপে আরাধনা করা হয়। এক স্বেচ্ছ্বাসেবী সংগঠনের উদ্যোগেই এমন পদক্ষেপ করা হয়। উল্লেখ্য, এই স্বেচ্ছ্বাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য বাল্যবিবাহ রোখা। আর মহিলাদের সম্মান জানাতে তারা নারী দিবসে আয়োজন করে এমন এক অভিনব পুজোর।