বাংলা নিউজ > ভাগ্যলিপি > Akshay Tritiya 2022: অক্ষয় তৃতীয়ার দিন সোনা কোন সময়ে কিনলে সংসারে অক্ষত থাকবে অর্থ-যশ-মান? জানুন শুভ সময়, তারিখ

Akshay Tritiya 2022: অক্ষয় তৃতীয়ার দিন সোনা কোন সময়ে কিনলে সংসারে অক্ষত থাকবে অর্থ-যশ-মান? জানুন শুভ সময়, তারিখ

অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার একাধিক গুরুত্ব রয়েছে (ছবিটি প্রতীকী)

৩ রা মে অক্ষয় তৃতীয়ার দিন সকাল ৯ টা ৪৮ মিনিট থেকে সোনা কেনার শুভ সময় শুরু হচ্ছে। মনে করা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় কোনও কিছু ঘরে আনলে, বা কোনও কাজ করলে তার 'ক্ষয়' হয় না। এদিন যা কিছু অর্জন করা হয়, তা কোনও দিনও নিঃশেষ হয় না।

সামনেই অক্ষয় তৃতীয়া। এমন দিনে সোনা কিনে ঘরে মা লক্ষ্মীর কৃপা ধন্য হতে চান অনেকেই। অক্ষয় তৃতীয়ার সোনা কেনা নিয়ে রয়েছে এক প্রচলিত বিশ্বাস।

এমন দিনে সোনা, রুপো সহ দামী ধাতব জিনিস কেনা কাটার নেপথ্যে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনিও। সেই সমস্ত কাহিনির সঙ্গেই দেখে নেওয়া যাক ২০২২ সালে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন?

২০২২ অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত

২০২২ সালে ৩ মে পড়ছে অক্ষয় তৃতীয়া। এই দিনে শুভ মুহূর্ত শুরু হচ্ছে, ভোর ৫ টা ১৮ মিনিট থেকে, আর এই শুভ মুহূর্ত চলবে ভোর ৭ টা ৩২ মিনিট পর্যন্ত। ৩ রা মে অক্ষয় তৃতীয়ার দিন সকাল ৯ টা ৪৮ মিনিট থেকে সোনা কেনার শুভ সময় শুরু হচ্ছে, আর তা থাকবে ৪ ঠা মে ভোর ৬ টা ১৪ মিনিট পর্যন্ত।

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা নিয়ে প্রচলিত বিশ্বাস

মনে করা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় কোনও কিছু ঘরে আনলে, বা কোনও কাজ করলে তার 'ক্ষয়' হয় না। এদিন যা কিছু অর্জন করা হয়, তা কোনও দিনও নিঃশেষ হয় না। সেই থেকেই এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার প্রচলন রয়েছে, যাতে তা ঘরে এলে ক্ষয় না হয়, বজায় থাকে মা লক্ষ্মীর কৃপা। মনে করা হয়, এই দিনে বিশেষ মুহূর্তে সোনা কিনলে বাড়বে অর্থ, যশ ও মান সম্মান।

অক্ষয় তৃতীয়ার ধার্মিক গুরুত্ব

-বলা হয়, শ্রীকৃষ্ণ তাঁর এক দরিদ্র সহচর সুদামা একবার শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেন। পরে তিনি বন্ধুবর শ্রীকষ্ণকে খাবার দিতে এক মুছো চাল নিয়ে আসেন। ঘটনা ছুঁয়ে যায় শ্রীকৃষ্ণের মন। এরপরই সুদামার দারিদ্র ঘোচাতে এমন দিনে শ্রীকৃষ্ণ সুদামাকে আশীর্বাদ করেন, যাতে সুদামার অন্নাভাব কখনও না হয়।

-এই দিনটিতে জন্মগ্রহণ করেন পরশুরাম।

 

অক্ষয় তৃতীয়ায় সোনা ছাড়াও কী কী কেনা যায়?

 

-অক্ষয় তৃতীয়ার গোটা দিন যেকোনও জিনিস কেনার জন্য শুভ।

-এমন দিনে বিনিয়োগ করতে পারেন জমি বা বাড়িতে।

-এই দিনটিকে ধরা হয় মা অন্নপূর্ণার আগমনের দিন। ফলে এমন দিনে সোনার জায়গায় অন্ন কিনেও ঘরে আনলে তা ক্ষয় হয়না বলে মনে করা হয়।

বন্ধ করুন