Basant Panchami 2023: বাস্তুশাস্ত্র মতে, দেবী সরস্বতীর এক বিশেষ প্রতিমাকে শুভ বলে ধরে নেওয়া হয়। এছাড়াও বাস্তুমতে তা কোনদিকে রাখা হবে তার ওপরেও ভাগ্যের খারাপ ভালো অনেক কিছু নির্ভর করে। বলা হচ্ছে, পদ্মশোভিত সরস্বতী মূর্তি বাস্তুমতে শুভ। তা পূর্বদিকে রেখে পুজো করার কথা বলা হচ্ছে।
1/5মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজনে বেশ কয়েকটি ফুল, ফল দ্রব্য খুবই জরুরি। তবে ২০২৩ সালে সরস্বতী পুজো ২৬ জানুয়ারি পড়ছে। সেই দিন ৫ ঘণ্টার তিথির মধ্যেই দিতে হবে অঞ্জলী। বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা ঘিরে কিছু বাস্তুবিধি মেনে চললে ভাগ্যদেবতাও হন প্রসন্ন, বলছে শাস্ত্র মত। দেখে নেওয়া যাক সেই বিশেষ বাস্তুশাস্ত্র মত।
2/5সরস্বতীর কোন প্রতিমা শুভ- বাস্তুশাস্ত্র মতে, দেবী সরস্বতীর এক বিশেষ প্রতিমাকে শুভ বলে ধরে নেওয়া হয়। এছাড়াও বাস্তুমতে তা কোনদিকে রাখা হবে তার ওপরেও ভাগ্যের খারাপ ভালো অনেক কিছু নির্ভর করে। বলা হচ্ছে, পদ্মশোভিত সরস্বতী মূর্তি বাস্তুমতে শুভ। তা পূর্বদিকে রেখে পুজো করার কথা বলা হচ্ছে।
3/5ময়ূরের পালক: সরস্বতীর মূর্তির কাছে রেখে দিন ময়ূরের পালক। এতে সংসারে সুখ শান্তির সঙ্গে সঙ্গে বিদ্যা এবং বুদ্ধিরও সমৃদ্ধি হবে। দেবীমূর্তি প্রতিষ্ঠার সময়ই রাখতে হবে ময়ূরের এই পালক। শাস্ত্র মতে, এতেই ফিরবে ভাগ্য। সৌজন্য: হিন্দুস্তান টাইমস
4/5লাগান এই বিশেষ গাছ- বলা হচ্ছে, বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকে লাগিয়ে নিন ঝাউ গাছ। এরফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চল যাবে দূরে। সংসারে আসব সুখ, শান্তি ও সমৃদ্ধি। সর্বদা খুশির পরিবেশ বাড়িতে থাকবে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)
5/5বাড়িতে ছোট করে সরস্বতী পুজো করার ছবিও শেয়ার করে নিয়েছেন মৌনি এদিন ইনস্টাগ্রামে।