জ্যোতিষশাস্ত্রে বুধকে অত্যন্ত বিশেষ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজকুমার হিসেবে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। বুধের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতকদের ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং সাফল্যের যোগ তৈরি হচ্ছে, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্রে বুধের রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী ৭ জুন বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সকাল ৭ টা ৫৮ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবেন। তার ফলে কয়েকটি রাশির জাতকদের অর্থলাভ হতে চলেছে। তৈরি হবে সাফল্যের যোগ।
2/5বৃষ রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির যে স্থানে বুধের গোচর হচ্ছে, তাতে বড় কোনও সুখবর লাভ করবেন। আকস্মিক ধনলাভ হবে বৃষ রাশির জাতকদের। আপনি এমন কোনও কাজ করবেন, তাতে অন্যদের মন জিতে নেবেন। প্রেমজীবনে মাধুর্য বাড়বে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ ফল লাভ করবেন।
3/5সিংহ রাশি- বুধদেবের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশির যে স্থানে বুধের গোচর হবে, সেটাকে আয়ের স্থান হিসেবে বিবেচনা করা হয়। তাই সিংহ রাশির জাতকদের আয়ের পথ প্রশস্ত হবে। আয়ের নয়া উৎস তৈরি হতে চলেছে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়তে চলেছে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা আছে। সিংহ রাশির জাতকরা কোথাও বিনিয়োগ করলে লাভবান হবেন। সাংসারিক জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কন্যা রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। চাকরিতে পদোন্নতি হবে কন্যা রাশির জাতকদের। নয়া চাকরির প্রস্তাব পাবেন। সিনিয়রদের সহযোগিতা লাভ করবেন। ব্যবসায় মুনাফার যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে লাভবান হবেন। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে।
5/5ধনু রাশি- বৃষ রাশিতে বুধের গোচরের ফলে ধনু রাশির জাতকরা অত্যন্ত শুভ লাভ করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনপ্রাপ্তি হতে চলেছে ধনু রাশির জাতকদের। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। সাফল্যের যোগ তৈরি হবে ধনু রাশির জাতকদের। সাংসারিক জীবনে সুখবর মিলবে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে।