বাংলা নিউজ > ভাগ্যলিপি > Lunar Eclipse 2022 Rituals: বুদ্ধপূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ, এই ১০ দিন অবশ্যই মেনে চলার পরামর্শ জ্যোতিষীদের

Lunar Eclipse 2022 Rituals: বুদ্ধপূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ, এই ১০ দিন অবশ্যই মেনে চলার পরামর্শ জ্যোতিষীদের

আগামী ১৬ মে হতে চলেছে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

Lunar Eclipse 2022 Rituals: এমনিতে এবারের চন্দ্রগ্রহণ ভারত থেকে পরিলক্ষিত হবে না। তবে শাস্ত্রে গ্রহণের সময় কয়েকটি নিয়ম পালনের পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন, চন্দ্রগ্রহণের সময় কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়?

বুদ্ধপূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। জ্যোতিষশাস্ত্রে গ্রহণকালকে অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনও শুভ বা মঙ্গল কাজ না করার পরামর্শ দেন জ্যোতিষারী। গ্রহণের সময় মন্দিরের দরজাও বন্ধ রাখা হয়। 

এমনিতে এবারের চন্দ্রগ্রহণ ভারত থেকে পরিলক্ষিত হবে না। তবে শাস্ত্রে গ্রহণের সময় কয়েকটি নিয়ম পালনের পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন, চন্দ্রগ্রহণের সময় কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়?

১. চন্দ্রগ্রহণের সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। দেব-দেবীর মূর্তিতে স্পর্শ করা উচিত নয়। 

২. গ্রহণের সময় তুলসি গাছে স্পর্শ করা উচিত নয়। তুলসি পাতা না তোলাই উচিত।

৩. গ্রহণ শেষ হওয়ার পর খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

৪.গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় কোনওকিছু না কাটার পরামর্শ দেওয়া হয়।

৫. চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৬. গ্রহণের সময় তেল মাখা, কাপড় কাচা, চাবি খোলা ইত্যাদি কাজ করাও উচিত নয়।

৭. গ্রহণের দিন গরিবদের দানের পরামর্শ দেওয়া হয়।

৮. শিবলিঙ্গে জল দিন এবং শিবের মন্ত্র জপ করুন। বলা হয়, এই কাজ করলে গ্রহণের কুপ্রভাব পড়ে না।

৯. গ্রহণ সমাপ্ত হওয়ার পর মন্দির থেকে শুরু করে পুরো বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিন।

১০. গ্রহণের দিন পূর্বপুরুষের নামে দান করুন।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে। বৈজ্ঞানিক মতে সেই দাবি অবশ্য মানা হয় না।)

বন্ধ করুন