
আজ রাশিফল: জানুন মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির ভাগ্যফল 4 February-র জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 04 Feb 2021, 08:52 AM IST- বৃহস্পতিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
মেষ- ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। সাফল্য লাভের আগেই নিজের কর্মপদ্ধতি প্রকাশ করবেন না। আক্রমণাত্মক ব্যবহার করবেন না। অন্যান্য ব্যক্তির সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথাবার্তার সময় সাবধানে শব্দ চয়ন করুন।
বৃষ- ব্যবসায়ীদের জন্য দিন লাভজনক। হঠাৎ কোনও কাছের বন্ধু বাড়ি আসতে পারে। বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠতে পারে।
মিথুন- ব্যবসায়িক যাত্রা সফল হবে। বকেয়া আদায় হবে। ব্যবসা ভালো চলবে। আত্মবিশ্বাস বাড়বে। আশা-হতাশায় মিশ্রিত দিন। চালাকিপূর্ণ আর্থিক প্রকল্প এড়িয়ে যান।
কর্কট- মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। সাফল্যের জন্ চেষ্টা চালিয়ে যেতে হবে। কথাবার্তার সময় সাবধানতা অবলম্বন করুন।