Dainik Rashifal 12 March 2023 Astrology: ১২ মার্চ ২০২৩ সালের রাশিফলে মেষ থেকে কন্যা পর্যন্ত রাশিগুলির মধ্যে কোন কোন রাশির ভাগ্য আজ খুলতে চলেছে, তা দেখে নেওয়া যাক জ্যোতিষমতে।
1/7জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি দিন কেমন কাটবে তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে জল্পনা। ১২ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রথম ৬ রাশির জাতক জাতিকাদের ১২ মার্চ কেমন কাটবে তা দেখে নেওয়া যাক রাশিফলে। এই রাশিফলে মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কার ভাগ্যে লড়াই রয়েছে আজ, আর কে হবেন লাভবান জেনে নিন আজকের রাশিফলে।
2/7মেষ- আজকের দিনটি আনন্দ ও খুশিতে ভরে থাকবেন। কোনও সুখবর আজ শুনতে পারেন। ব্যবসায়ীরা লাভ পেতে পারেন। পেতে পারেন ধন সম্পত্তি , আর তা ব্যবসা থেকে আসতে পারে। আপনি পরিবারে মানুষের প্রয়োজন পূরণ করতে পারবেন। কোনও কাজের জন্য আপনি সময় পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনকে সাহায্য করতে পারেন।
3/7বৃষ- কোনও কাজ হঠকারিতার সঙ্গে করতে যাবেন না। কোনও ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেওয়া থেকে বিরত থাকুন। ঘরের বাইরে আপনি কোনও ভুল করতে পারেন। কাজের অফার থাকলে তা আপনি পেতে পারেন। বাড়িতে কোনও ব্যক্তির আগমনে পেতে পারেন লাভ, হতে পারে আনন্দ। আপনার কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হবে। যার ফলে পুরনো কোনও দুঃখ মনোব্যথা কেটে যেতে পারে।
4/7মিথুন- কাজের জায়গায় কারোর ওপর অত্যধিক ভরসা করলে বিপদ হতে পারে। পরিবারের মধ্যে যদি কোনও গুপিচুপি আলোচনা হতে থাকে, তাহলে তা বাড়ির বাইরে যেতে দেবেন না। কোনও গুরুত্বপূর্ণ আলোচনা একসঙ্গে মিলে করে, অনেকদিনের পুরনো বিবাদের সমাধান হতে পারে। সন্তান কোনও বস্তুর দাবি করতে পারে, তা দিতে গেলেই বিপদে পড়তে পারেন আপনারা। কিছু নিয়ে উদ্বেগে থাকতে হতে পারে।
5/7কর্কট- আয়ে বৃদ্ধি হবে আজকের দিনটিতে। আয়ের বৃদ্ধিতে বাড়বে সুবিধা বাড়বে। কারোর সঙ্গে অহংকার সম্পন্ন মন নিয়ে কথা বলবেন না। সকলের হিতের কথা ভেবে কাজ করুন। প্রেম আরও গভীর হবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে। আপনাদের দাম্পত্য প্রেমে বাড়বে গভীরতা। আইনত কোনও মামলা নিয়ে সমস্যায় থাকলে তা কেটে যেতে পারে।
6/7সিংহ- আজকের দিনটি সামাজিক দিক থেকে খুবই ভালো কাটবে। ধর্ম ও কর্মের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। অনেক দায়িত্ব পারিবারিক দিক থেকে জাগৃত হবে। রক্ত সম্পর্কের কারোর প্রতি আবেগ বাড়বে। বর্ষীয়ানদের কথা শুনে চলতে হবে। কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে এই সময়।
7/7কন্যা- আজকের দিনটি অর্থ সামর্থে আপনার খুবই ভালো কাটবে। পরিবারে কোনও ভালো কাজ হতে পারে আজ। কোনও দামি জিনিস সামলে রাখুন। সেই বস্তু আজ চুরি বা হারিয়ে যেতে পারে। কোনও নতুন গাড়ি কিনতে পারে। তবে ভেবে চিন্তা করে তবেই কিনুন। কোনও আনন্দের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। কোনও পুরনো ভুল থেকে আজ শিক্ষা নিতে পারেন।(এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)