Ganesh Chaturthi 2022 Special Yogs: দিনকয়েক পরেই (৩১ অগস্ট) গণেশ চতুর্থী। যেদিন গণেশের আরাধনা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার গণেশ চতুর্থীতে তিনটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। যা কয়েকটি রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হবে। গণেশ চতুর্থীতে কোন রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন -
1/4এবার গণেশ চতুর্থীতে রবি যোগ, ব্রহ্ম যোগ এবং শুক্ল যোগ তৈরি হচ্ছে। যে যোগ ১০ বছর পর তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গণেশ পুজোর ক্ষেত্রে সেই তিনটি যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার ফলে বিভিন্ন রাশির জাতকরা সাফল্য লাভ করেন। আর্থিক অবস্থা পূর্ণ হয়। মনস্কামনা পূর্ণ হয় বিভিন্ন রাশির জাতকদের। (ছবি সৌজন্যে, সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
2/4গণেশ চতুর্থীতে (৩১ অগস্ট) কোন রাশির কেমন কাটবে? মেষ রাশির জাতকদের পরিবারে সুখ-সমৃদ্ধি থাকবে। বৃষ রাশির জাতকদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। মিথুন রাশির জাতকদের কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে বাধা আসতে পারে। কর্কট রাশির জাতকদের বাড়িতে ঝামেলা বা বিবাদ হতে পারে। (ছবি সৌজন্যে এএনআই)
3/4গণেশ চতুর্থীতে কোন রাশির কেমন কাটবে? সিংহ রাশির জাতকদের সঙ্গে সেই প্রতারণা করতে পারেন। কন্যা রাশির জাতকদের হাতে আচমকা টাকা আসতে পারে। পরিবারের কোনও সদস্য, প্রেমিক/প্রেমিকা বা কাছের কোনও মানুষের সঙ্গে তুলা রাশির জাতকদের মনমালিন্য হতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে অস্থিরতা ভাব কাজ করবে। (ছবি সৌজন্যে এএফপি)
4/4গণেশ চতুর্থীতে কোন রাশির কেমন কাটবে? ধনু রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে। মকর রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। কুম্ভ রাশির জাতকদের কোমরে ব্যথা বাড়বে। মীন রাশির জাতকরা আবার পেটের সমস্যায় ভুগবেন। (ছবি সৌজন্যে অংশুমান পয়রেকার/হিন্দুস্তান টাইমস)