বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গত ২৭ এপ্রিল গুরু বৃহস্পতি মেষ রাশিতে উদয় হয়েছে। যার প্রভাব একাধিক রাশিতে স্পষ্ট পড়তে শুরু করেছে। গুরু উদয়ের ফলে হংসরাজযোগ তৈরি হচ্ছে। যার ফলে সমস্ত রাশির ভাগ্যে শুভ যোগ আসছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে আর্থিক দিক থেকে সৌভাগ্যের অধিকারী হবে।
1/5জ্যোতিষশাস্ত্র মতে, কার ভাগ্যে কতটা বদল আসতে পারে, তা নির্ধারিত হয়ে থাকে বহু গ্রহের গতিবিধির উপর। সদ্য বৃহস্পতির উদয় হয়েছে। তারফলে বহু রাশিতে শুভ যোগ আসতে চলেছে। মে মাসের শুরু থেকে একাধিক গ্রহের রাশি পরিবর্তন তথা উদয় বা অস্ত রয়েছে। তার ফলে তৈরি হচ্ছে একাধিক যোগ। সদ্য গুরু উদয়ের ফলে তৈরি হয়েছে হংস রাজযোগ।
2/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গত ২৭ এপ্রিল গুরু বৃহস্পতি মেষ রাশিতে উদয় হয়েছে। যার প্রভাব একাধিক রাশিতে স্পষ্ট পড়তে শুরু করেছে। গুরু উদয়ের ফলে হংসরাজযোগ তৈরি হচ্ছে। যার ফলে সমস্ত রাশির ভাগ্যে শুভ যোগ আসছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে আর্থিক দিক থেকে সৌভাগ্যের অধিকারী হবে।
3/5মেষ- আপনার রাশির লগ্নভাবে গুরু গ্রহ গোচর করছে। আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিত্বে আসবে নতুন চমক। অংশিদারির কাজ শুরু করতে চাইলে তা এই সময় শুভ ফল দেবে। অবিবাহিতদের বিবাহের যোগ আসন্ন। কেরিয়ারে আসবে নতুন নতুন সুযোগ। জীবনসঙ্গীর সব কাজে হবে উন্নতি। ব্যবসায় হবে মুনাফা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5কর্কট- আপনার রাশির কর্মভাবে উদিত হচ্ছেন গুরু বৃহস্পতি। নতুন কোনও কাজ শুরু করতে গেলে এই সময় পাবেন সমৃদ্ধি, সাফল্য। চাকরির জন্য এই সময়টি শুভ। কর্মক্ষেত্রে পাবেন প্রবল প্রশংসা। নতুন কোনও আইডিয়া আপনার কাজের দিক থেকে সাফল্য নিয়ে আসবে। ব্যবসায়ে বড়সড় লাভ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5সিংহ- আপনাদের রাশির নবমভাবে গোচর হয়েছেন গুরু। এই সময় আপনি ভাগ্য়ের সহায়তা পাবেন। আর্থিক পরিস্থিতির নিরিখে সঞ্চয় বাড়বে এই সময়। বিদেশে থেকে যাঁরা পড়াশোনা করবেন, তাঁরা পাবেন সাফল্য। বাবার সহযোগিতা পাবেন। আধ্যাত্মের সঙ্গে জড়িতরা পাবেন সাফল্য।(এই প্রতিবেদনের তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) ছবি : পিটিআই