এসে গেল এই বছরের করওয়া চৌথ। অবাঙালিদের কাছে এই উৎসব অত্যন্ত জনপ্রিয়। তবে হালে বাঙালিদের মধ্যেও এই উৎসবের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে বাঙালিরাও করওয়া চৌথ উদযাপনের ছবি পোস্ট করে বাকিদের তাক লাগানোর চেষ্টা করছেন। তাহলে এবার জেনে নেওয়া যাক, এই বছরে করওয়া চৌথের তারিখ।
করওয়া চৌথের শুভ মুহূর্ত: দৃক পঞ্চাংঙ্গ মতে, ১ নভেম্বর করওয়া চৌথ। শুভ মুহূর্ত ভোর ৫টা ৩৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৪ মিনিট পর্যন্ত। চতুর্থী তিনি শুরু হবে ৩১ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট। শেষ হবে ১ নভেম্বর ৯টা ১৯ মিনিট। উপোসের সময় সকাল ৬টা ৩৩ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট।
করওয়া চৌথের সঙ্গে চাঁদ দেখার সরাসরি সম্পর্ক রয়েছে। এবার জেনে নেওয়া যাক, কোন শহরে কখন দেখা যাবে করওয়া চৌথের চাঁদ।
নয়াদিল্লি: রাত ৮টা ১৫ মিনিট
লখনউ: রাত ৮টা ৫ মিনিট
নয়ডা: রাত ৮টা ১৪ মিনিট
গুরুগ্রাম: রাত ৮টা ১৬ মিনিট
মুম্বই: রাত ৮টা ৫৯ মিনিট
চেন্নাই: রাত ৮টা ৪৩ মিনিট
আগ্রা: রাত ৮টা ১৬ মিনিট
কলকাতা: সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট
ভোপাল: রাত ৮টা ২৯ মিনিট
আলীগড়: রাত ৮টা ১৩ মিনিট
হিমাচল প্রদেশ: রাত ৮টা ৭ মিনিট
পানাজি: রাত ৯টা ৪ মিনিট
জয়পুর: রাত ৮টা ২৬ মিনিট
পাটনা: সন্ধ্যা ৭টা ৫১ মিনিট
চণ্ডীগড়: রাত ৮টা ১০ মিনিট
পুনে: রাত ৮টা ৫৬ মিনিট
হায়দরাবাদ: রাত ৮টা ৪০ মিনিট
ভুবনেশ্বর: রাত ৮টা ২ মিনিট
কানপুর: রাত ৮টা ৮ মিনিট