চলতি মাসের ৩০ মে ৭ টা ৩৯ মিনিটে শুক্র ও মঙ্গলের যুতি দেখা যাবে। আর তা হবে কর্কট রাশিতে। এই রাশিতে শুক্র ৭ জুলাই পর্যন্ত থাকবে। আর মঙ্গল শুক্রের যুতিতে মে মাসের শেষ থেকে কোন কোন রাশির ভাগ্য ফিরবে তা দেখে নেওয়া যাক।
1/6বৈদিক শাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয় গ্রহদের রাশি পরিবর্তন। কখনও ঘটে শুভ সংযোগ। তারফলে বহু রাশির যুতি দেখা যায়। যার শুভ ও অশুভ দুই ধরনের প্রভাবই পড়তে পারে। এমনই এক যুতি আসন্ন সময়ে দেখা যেতে চলেছে। ঘটতে চলেছে শুক্র মঙ্গল যুতি।
2/6চলতি মাসের ৩০ মে ৭ টা ৩৯ মিনিটে শুক্র ও মঙ্গলের যুতি দেখা যাবে। আর তা হবে কর্কট রাশিতে। এই রাশিতে শুক্র ৭ জুলাই পর্যন্ত থাকবে। আর মঙ্গল শুক্রের যুতিতে মে মাসের শেষ থেকে কোন কোন রাশির ভাগ্য ফিরবে তা দেখে নেওয়া যাক।
3/6মেষ- মেষ রাশিতে শুক্রের যুতি বেশ লাভদায়ক হবে। এই সময়কালে আপনি আপনার পরিবারের থেকে বিভিন্ন ধরনের লাভ পেতে পারেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। বিলাসিতার বস্তু কিনতে পারেন। কাউকে ঋণ দিয়ে থাকলে টাকা পেতে পারেন ফেরত। আয়ে আগের থেকে অনেকটা বৃদ্ধি হবে।
4/6মিথুন- মিথুন রাশির গোচরের ফলে আর্থিক পরিস্থিতি একাধিক রাশির জাতক জাতিকাদের জন্য দারুন সুখকর হবে। পরিবারে আসবে সুখ শান্তি, এই সময়কালে আপনি কেরিয়ারের দিক থেকে দারুন উন্নতি দেখতে পাবেন। যাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা পাবেন লাভ। আয় আগের থেকে বৃদ্ধি হবে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
5/6কর্কট- শুক্রের গোচর হচ্ছে কর্কট রাশিতে। ফলে এই রাশির জাতক জাতিকারা ব্যাপক লাভ পাবেন। আপনার লাভ লাইফে দারুন আনন্দ হবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো হবে। সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। চাকরিস্থলে উচ্চপদস্থ কর্মীরা আপনাকে সাহায্য করবেন। তাতে উন্নতি হবে ঈপনার। প্রতীকী ছবি
6/6কন্যা- কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল শুক্রের যুতি খুবই লাভদায়ী হবে। খুব ভালো ফল পাবেন সব দিক থেকে। আর্থিক দিক থেকে আপনি হবেন সমৃদ্ধ। অবিবাহিতদের বিয়ের যোগ আসবে। ভাইবোন দের সঙ্গে সম্পর্ক দারুন ভালো হবে। (এই তথ্য মান্যতানির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)