মঙ্গলের রাশি পরিবর্তন ১২ টি রাশিতেই প্রভাব ফেলতে চ... more
মঙ্গলের রাশি পরিবর্তন ১২ টি রাশিতেই প্রভাব ফেলতে চলেছে। তবে তার ফলে বিশেষ কয়েকটি রাশি এর হাত ধরে সহায়তা পাবে। বৈদিক জ্যোতিষমতে ১৩ নভেম্বর পর্যন্ত এই রাশিগুলির সুসময় থাকবে। কোন কোন রাশিতে এর কী কী প্রভাব পড়বে দেখা যাক।
1/7গ্রহের সেনাপতি মঙ্গলের কৃপা থাকলে বহু বাধা বিপত্তি, ঝুট ঝামেলা কেটে যায়। এমনই মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে। ইতিমধ্যেই ১৬ অক্টোবর সকাল ৭ টা ৪৯ মিনিট থেকে মঙ্গল মিথুন রাশিতে গোচর করতে শুরু করে দিয়েছে। আর তার প্রভাবে বহু রাশিই লাভবান হতে চলেছে। তবে কতদিন পর্যন্ত এই সুসময় স্থায়ী হবে জেনে নেওয়া যাক।
2/7মঙ্গলের রাশি পরিবর্তন ১২ টি রাশিতেই প্রভাব ফেলতে চলেছে। তবে তার ফলে বিশেষ কয়েকটি রাশি এর হাত ধরে সহায়তা পাবে। বৈদিক জ্যোতিষমতে ১৩ নভেম্বর পর্যন্ত এই রাশিগুলির সুসময় থাকবে। কোন কোন রাশিতে এর কী কী প্রভাব পড়বে দেখা যাক।
3/7মেষ- মঙ্গলের গোচর আপনার জীবনে দারুন সুপ্রভাব ফেলতে চলেছে। এরফলে কর্মস্থলে রয়েছে উন্নতি। পাবেন বসের প্রশংসা। কাজে মনোনিবেশ করতে পারবেন। ধৈর্য ধরুন, রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। ধন লাভের দারুন সুযোগ রয়েছে। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন।সৌজন্য ফেসবুক)
4/7সিংহ-সিংহ রাশিতে মঙ্গলের গোচর সদর্থকভাবে প্রভাব ফেলবে। এই সময় আপনার বহু শেষ না হওয়া কাজ সম্পন্ন হবে। যে কাজে হাত দেবেন সেই কাজেই লাভের মুখ দেখবেন। পারিবারিক সমস্যা থেকে পাবেন মুক্তি। আর্থিক জীবন আরও ভালো হবে। বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে।
5/7কন্যা- কন্যা রাশির জাতক জাতিকার জন্য মঙ্গলের গোচর কেরিয়ার সম্পর্কিত বহু সমস্যাকে কাটিয়ে দেবে। আর্থিক উন্নতি এই সময় হতে চলেছে। এই সময় গাড়ি বা বাড়ি হতে পারে। কেরিয়ারের দিক থেকে কিছু নতুন নতুন সুবিধা পাবেন।
6/7মকর- ১৩ নভেম্বর পর্যন্ত মকর রাশির ভালো সময়। মঙ্গলের গোচরের ফলে এঁরা সুসময় পেতে চলেছেন। এই সময় কেরিয়ারের দিক থেকেও আপনারা ভালো খবর পাবেন। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতদের এই সময়টা ভালো। ধনাগমন হবে। টাকা আসবে নানা সূত্রে। ব্যবসায় উন্নতি হবে।
7/7মীন- এই সময়কালে ব্যবসায় উন্নতি সাধন হবে। এই সময় কেরিয়ারে তরতর করে উন্নতির গ্রাফ এগিয়ে যাবে। ব্যবসা বাড়বে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে খুবই ভালো সময় কাটতে চলেছে। (এই আলেখ্যতে কোনও নিশ্চয়তা পেশ করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। এই আলেখ্য় মান্যতা নির্ভর। )