Holika Dahan: হোলিকা দহনের ছাই ব্যবহার করে কীভাবে বাস্তু ও রাহু-কেতু জনিত দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব জেনে নিন এখান থেকে।
1/6ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালিত হয়। চলতি বছরের ৭ মার্চ হোলিকা দহন হবে। হোলিকা দহনের কিছু প্রতিকার জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। হোলিকার ছাই দিয়ে একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়। একই সঙ্গে নেতিবাচক শক্তি শেষ হয়। আসুন জেনে নিই হোলিকা দহনের বিশেষ কৌশল।
2/6অর্থ লাভের প্রতিকার: হোলিকা দহনের দ্বিতীয় দিন সকালে হোলিকা দহনের ভস্ম নিয়ে আসুন। তারপর সারা ঘরে ছিটিয়ে দিন। এতে ঘরের বাস্তু দোষ দূর হবে।
3/6অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার উপায়: বাড়ির কোনও সদস্য দীর্ঘদিন অসুস্থ থাকলে। এর জন্য হোলিকা দহনের দিন একটি পানে ১টি বাতাসা ও ২টি লবঙ্গ নিবেদন করুন। এরপর ছাই ঠান্ডা হয়ে গেলে রোগীর শরীরে লাগান।
4/6নবগ্রহের ক্ষতিকর প্রভাবের জন্য: জন্ম তালিকায় নবগ্রহের ক্ষতিকর প্রভাব কমাতে জলে হোলিকার ছাই মিশিয়ে স্নান করুন। এতে করে শারীরিক, মানসিক ও আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়।
5/6খারাপ নজরের প্রতিকার: চোখের দোষ থেকে মুক্তি পেতে হোলিকা দহনের দিন পানের মধ্যে দুটি লবঙ্গ ও একটি বাতাসা নিবেদন করুন। এরপর হোলিকা দহনের ভস্ম নিয়ে এসে তাবিজ নিয়ে গলায় পরিয়ে দিন।
6/6রাহু-কেতু দোষের প্রতিকার: কুণ্ডলীতে রাহু-কেতুর দুর্বলতার কারণে সমস্যায় পড়লে হোলিকা দহনের ছাই একটি পাত্রের জলে রাখুন। তারপর তা শিবলিঙ্গে নিবেদন করুন।