এই যোগে সকল জাতকজাতিকা রোমান্টিক, সুন্দরের পূজারী হয় l এরা সখ সৌখিনতাপ্রিয়, আরামপ্রিয়, বিলাসী, ও আদুরে হয় l এরা হাসিখুশি, বিনয়ী, নম্রভদ্র ও শান্তশিষ্ট হয়, কারো সাথে ঝগড়া বিবাদ পছন্দ করে না --- সর্বদা শান্তি কামনা করে এবং শান্তি রক্ষা করে চলে l এরা সর্বদা ভালোবাসার মধ্যে ডুবে থাকতে চায়, অপরকে সঠিক ভালোবাসে এবং অন্যের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশাও করে l প্রেম প্রেম বাতিক থাকে l কখনও জ্ঞানতো কাউকে দুঃখ দিতে চায় না l
এদের মুগ্ধ ব্যবহার সহজেই অন্যকে আকর্ষণ করে ফলে সহজেই এরা লোকপ্রিয় হয় l এরা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে l মায়া, মমতা, স্নেহ, প্রীতি,প্রেম- ভালোবাসা, রসবোধ এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট l এরা মিশুকে প্রকৃতির, সাজগোজ প্রিয়, সর্বদা আনন্দ স্ফূর্তি পছন্দ করে l কামনা বাসনাময় ভোগকেন্দ্রিক জীবনযাপন পছন্দ করে l দয়ালু ও অমায়িক হয়, সব কিছুর মধ্যে আনন্দ সুখ খুঁজে বার করার চেষ্টা করে l এরা লৌকিক ব্যবহারে পটু ও সামাজিক হয় l শিল্প কলার প্রতি ঝোক থাকে এবং শিল্পীসুলভ আচরণের অধিকারী হয় l
শুক্রের প্রভাবে জাতক জাতিকা সাধারণত সুশ্রী, মিষ্টি আকর্ষণীয় চেহারার অধিকারী হয়, লাবণ্যময় দৈহিক গঠন, সুন্দর মুখশ্রী, উত্তেজক চেহারা, আকর্ষণীয় চাউনি, মিষ্টি হাসি, মধুর কণ্ঠস্বর, টোলযুক্ত গাল, কোঁকড়ানো কেশ, বাক মাধুর্য সহজেই অন্যকে মুগ্ধ করে l এদের শারীরিক অভিব্যক্তির মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় l এরা শারীরিক সৌন্দর্যের প্রতি যত্নবান হয় l এদের মধ্যে যথেষ্ট পরিমানে আকর্ষণী ক্ষমতা থাকে এবং এরা অবচেতন স্বত্তায় সর্বদাই চায় অন্যেরা যেন এদের সৌন্দর্যের প্রশংসা করে l শুক্র অশুভ গ্রহ বা ভাবযুক্ত না হলে সুখ স্বাচ্ছন্দময় জীবনযাপন নির্দেশ করে l
বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার
যোগাযোগ: 8777679776