কারোর কোনও গোপন কথা জানতে হলে তাঁকে বহুদিন ধরে চিনে নিয়েও তা জানা সহজ হয় না। তবে সামুদ্রিক শাস্ত্র মতে বলা হচ্ছে, খুব সহজেই একাধিক ব্যক্তির মনের গোপন কথা জানা সম্ভব। দেখে নেওয়া যাক , শুধু কথা বলার ধরণ দেখে কীভাবে কারোর মনের কথা জানা যায়।
1/5কোনও মানুষকে সহজে চেনা দায়! ওপর থেকে কাউকে ভালো লেগে গেলেও,তাঁর ভিতরে থাকা মনটি কেমন, তা জানা ভীষণই মুশকিল। এই দিক থেকে ব্যক্তির চরিত্রের গোপন দিকগুলির হদিশ দিয়ে থাকা সামুদ্রিক শাস্ত্র। এই শাস্ত্রের গণনা অনুযায়ী দেখে নেওয়া যাক, ব্যক্তির কথা বলার ধরন দেখে কীভাবে চেনা যায় তাঁকে।
2/5অনরগল দ্রুত গতিতে কথা যাঁরা বলেন: যদি কেউ না থেমে অনরগল দ্রুত গতিতে কথা বলে যান, মুখে কোনও রকম লাগাম না দিয়ে, তাহলে জেনে রাখুন এই ব্যক্তিত্বের মানুষরা খুবই আকর্ষণীয় হন। এঁরা বেড়াতে যেতে ভালোবাসেন। কাউকে খুশি রাখতে পেরে ভালো থাকেন। বুঝে শুনে খরচ করেন। ধন সঞ্চয় করার ক্ষেত্রে এঁরা পারদর্শী।
3/5উৎসাহ নিয়ে কথা যাঁরা বলেন: কেউ যদি প্রবল উৎসাহ নিয়ে কথা বলা পছন্দ করেন, তাহলে জেনে রাখবেন এঁরা মন থেকে খুবই উদার। এঁরা সারাক্ষণই হাসি আনন্দে থাকেন। এঁরা কথা বার্তা খুব ভালো করে বলতে পারেন। ব্যক্তিগত জীবনে যা পেতে চান, তাঁরা তা পেতে জান লড়িয়ে দেন! এঁরা কেরিয়ারে দারুন উন্নতি করেন। খুব খারাপ পরিস্থিতিতেও এঁরা ধৈর্য ধরে শান্ত থাকেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5সামান্য হোঁচট খেয়ে কথা: অনেকেই কথা বলার সময় হোঁচট খেতে খেতে ঢোঁক গিলে কথা বলেন। সামুদ্রিক শাস্ত্র মতে এঁদের আত্মবিশ্বাসে কমতি থাকে। এঁরা খুবই আত্মধ্যাতিক প্রকৃতির হয়ে থাকে। যা মনে আসে, তাই এঁরা বলে দেন সকলের সামনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5খুব ভারী আওয়াজ যাঁদের: যে ব্যক্তিত্বদের কণ্ঠস্বর বেশ ভারী হয়, তাঁরা খুবই অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারদর্শী। অন্যকে এঁরা সহজেই প্রভাবিত কে নিতে পারেন। এঁরা খুবই শিল্পপ্রেমী হন। শিল্পের বিষয়ে এঁদের দারুন ভালো জ্ঞান থাকে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। ) (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)