বাংলা নিউজ > ভাগ্যলিপি > বাস্তু মেনে কাজ করলে দ্রুত ঋণমুক্তি ঘটবে
ঋণ নেওয়ার পরে তা শোধ করা অনেক সময় অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বাস্তু দোষের কারণে অনেকে ঋণ শোধ করতে পারেন না। বাস্তু মেনে কিছু রীতি পালন করলে ঋণমুক্ত হওয়া যেতে পারে।
- বাড়ি ও অফিসে লাফিং বুদ্ধ রাখা শুভ। আর্থিক সমস্যায় জর্জরিত থাকলে টাকার থলি ধরে থাকা লাফিং বুদ্ধর মূর্তি উত্তর-পশ্চিম কোণে রাখা উচিত। এর ফলে আর্থিক সমস্যা দূর হয় ও পরিস্থিতির হাল ফেরে।
- বাস্তুশাস্ত্রে উইন্ডচাইমের ধ্বনিকে শুভ মনে করা হয়। বাড়ির দরজা ও জানালায় ৯টি পাইপ বিশিষ্ট উইন্ডচাইম লাগানো উচিত। এর ধ্বনি অশুভ শক্তি দূর করে ও শুভ শক্তি সঞ্চার করে।
- তুলসী গাছও বাস্তুদোষ দূর করে। বাড়ির প্রবেশদ্বারের ঈশাণকোণে তুলসী গাছ রাখা উচিত। তুলসী গাছে প্রতিদিন জল দেওয়া ও সন্ধে নাগাদ তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত। এর ফলে ধন আগমনের পথ সুগম ও উন্মুক্ত হয়।
- ঋণের টাকা শোধ করার ক্ষেত্রে মঙ্গলবারকে বেছে নিন। এর ফলে তাড়াতাড়ি ঋণ শোধ হয়। তবে এই বারে কখনও ঋণ নেবেন না।
- বাড়ি বা অফিসে ভুল দিকে জলের স্থান হলেও অর্থ গচ্ছিত থাকার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, এমনকি ঋণ থেকেও মুক্তি ঘটে না। এমন পরিস্থিতিতে বাড়ি বা অফিসের উত্তর দিকে জলভরা পাত্র রাখুন। জলের জন্য উত্তর দিকই সঠিক।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর