বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: ব্যবসায়ীদের জন্য সপ্তাহ ভালো, ধন লাভের সম্ভাবনা রয়েছে

সাপ্তাহিক ট্যারো রাশিফল: ব্যবসায়ীদের জন্য সপ্তাহ ভালো, ধন লাভের সম্ভাবনা রয়েছে

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী আপনার রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কোন রাশির জাতকদের কেমন কাটবে, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- এ সপ্তাহে অনিয়মের কারণে স্বাস্থ্য প্রতিকূল থাকবে। চ্যালেঞ্জপূর্ণ সময়। সতর্ক থাকুন। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না। চাকরির খোঁজে থাকলে ভালো সুযোগ লাভ করবেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- বিপরীত লিঙ্গের সহকর্মী আপনাকে আকৃষ্ট করতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।

আরও পড়ুন: Akshay Tritiya 2022: অক্ষয় তৃতীয়ার দিন সোনা কোন সময়ে কিনলে সংসারে অক্ষত থাকবে অর্থ-যশ-মান? জানুন শুভ সময়, তারিখ

মিথুন (২২ মে - ২১ জুন)- অনায়াসে লাভ হতে পারে। ঝুঁকি নিতে পারেন। লক্ষ্যের বিষয় গাম্ভীর্য থাকবে না। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। পারিবারিক জীবন সুখে কাটবে। 

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে। একে শক্তিশালী করার চেষ্টা করুন। মায়ের তরফে কোনও অনুষ্ঠানে বাধা উৎপন্ন হতে পারে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন।  

সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট)- ব্যবসায়ীদের জন্য লাভজনক সপ্তাহ। অনায়াসে লাভ হতে পারে। ঝুঁকি নিতে পারেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে।  

কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকরী হবে। অনিয়মিততার কারণে স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে বাধা উৎপন্ন হতে পারে। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- সংযমী হন। নতুন সম্পর্কের সূচনার জন্য দিন ভালো। চাকরিতে পরিকল্পিত পদোন্নতি লাভ করবেন। সঞ্চয় বাড়বে। অভিজ্ঞতার ফলে লাভ হবে। পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- বিচারধারায় বিভিন্নতার কারণে বিভ্রান্তি সৃষ্টি হবে। এর ফলে মেজাজ খিটখিটে থাকবে। নিজের সমস্যায় মনোনিবেশ করুন। অন্যের সমস্যায় নাক গলালে ক্ষতি হতে পারে।  

ধনু (২৩ নভেম্বর – ২৩ ডিসেম্বর)- পরিবারের সদস্যদের সঙ্গে গম্ভীর বিষয় আলোচনা হবে। এর ফলে তিক্ততা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতির মুখে পড়তে পারেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আরও পড়ুন: ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির আশীর্বাদ পাবেন ৪ রাশির জাতকরা, যোগ দেবেন নয়া চাকরিতে

মকর (২৪ ডিসেম্বর – ২০ জানুয়ারি)- হতাশায় ভুগবেন। সমালোচনা ও শুভাকাঙ্খীদের বিরোধিতার মুখে পড়বেন। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। চুক্তি চূড়ান্ত করার সময় ধৈর্য হারাবেন না।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি)- বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য ও ধনলাভ হতে পারে। কাজ পূর্ণ হতে বিলম্ব হবে। পরিস্থিতি পরিবর্তন করতে না পারলে আপস করে নেওয়াই বুদ্ধিমানীর কাজ হবে।

মীন (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ)- সৃজনশীল ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করবেন। স্বস্তি অনুভব করবেন। কর্মক্ষেত্রে উন্নতির ফলে সন্তুষ্ট থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক পরিবেশ সুখে কাটবে ও ভাগ্য আপনার সঙ্গ দেবে।

বন্ধ করুন