সাপ্তাহিক লগ্ন ফল
মেষ লগ্ন
ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সফল হওয়ার সুযোগ রয়েছে। মানসিক ভাবে কিছুটা অস্থির চঞ্চল থাকবেন। গৃহস্থালীর প্রয়োজনে কিছু অর্থ ব্যয় করতে হবে। ব্যাংক ও ব্যক্তির ঋণ লাভের চেষ্টায় জটিলতা দেখা দেবে। পাওনা টাকা পরিশোধে চাপ বৃদ্ধি পাবে।
বৃষ লগ্ন
আপনার দাম্পত্য জটিলতা এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীক কাজে খুব সতর্ক থাকবেন। গৃহস্থালী কাজে অনেক পরিশ্রম করতে হবে। অংশিদারী ব্যবসা বানিজ্যে সফল হতে পারবেন।
মিথুন লগ্ন
কাজে কর্মে নানা ধরনের জটিলতা দেখা দেবে। কাজের লোকের উপর একটু বিরক্ত হতে পারেন। গৃহস্থালী জীবনে আসবে নানা রকম জটিলতা। চাকরিজীবীদের কাজে বার বার বাধা আসবে।
কর্কট লগ্ন
প্রেম ভালোবাসায় সাফল্য আশা করা বৃথা। সন্তানের আচরনে পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রতারণা থেকে সতর্ক হতে হবে। সৃজনশীল কাজে আসবে বাধা বিপত্তি। শিল্পী ও কলাকুশলীদের প্রতারণা বিষয়ে সতর্ক হতে হবে।
সিংহ লগ্ন
এই সপ্তাহে প্রত্যাশা পূরণে বাধা আসবে। গৃহ শান্তি আশা করা বৃথা। কর্মজীবনে পদস্ত কর্মকর্তার দ্বারা হয়রানির আশঙ্কা আছে। কুটিল আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা দেখা দেবে। গৃহস্থাবর সম্পত্তির পেছনে অর্থ ব্যয় হবে।
কন্যা লগ্ন
আপনার ছোট ভাই বোনের সঙ্গে ঝামেলা দেখা দেবে। তথ্য বিভ্রান্তির কারনে ব্যবসায় বাধা আসবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে বিরোধ এড়িয়ে চলতে হবে। ই-কমার্স ব্যবসায় আর্থিক জটিলতা দেখা দেবে।
তুলা লগ্ন
পানিয়র ব্যবসায় লাভবান হবেন। সাংসারিক বিষয়ে খুব সতর্ক হতে হবে। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে লোকসান এড়িয়ে চলতে হবে। এই সময় প্রতিটি লেনদেনের হিসাব রাখতে হবে।
বৃশ্চিক লগ্ন
এই সপ্তাহে ব্যক্তিগত কাজে কর্মে সফল হতে আপনাকে ধৈর্য্যশালী হতে হবে। কারও সঙ্গে কোনও জটিলতায় না জড়ানোই ভালো। গৃহ জীবনে আসবে অবিশ্বাস আর ভুল বুঝাবুঝির অবসান ঘটবে।
ধনু লগ্ন
আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হবে। সাংসারিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। পরিবহন ও ট্রান্সপোর্ট ব্যবসায় প্রশাসনিক জটিলতা দেখা দেবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে জটিলতা দেখা দেবে। মকর লগ্ন
এই সপ্তাহটি সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সম্ভাবনাময়। তবে রহস্যজনক আয়ে সফল হবেন। বড় ভাই বোন ও বন্ধুদের সঙ্গে জটিলতা এড়াতে হবে। ব্যবসা বানিজ্যে আসবে বাধা। পুরোনো পাওনা আদায়ে ঠিকাদারদের বেগ পেতে হবে।
কুম্ভ লগ্ন
সন্তানের কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সঙ্গে মতানৈক্য দেখা দেবে, চাকরি থেকে বরখাস্ত হবার সম্ভাবনা রয়েছে। কারও সঙ্গে কোনও প্রকার ঝামেলায় না জড়ানোই ভালো। পিতার সঙ্গে কিছু ঝামেলা দেখা দিতে পারে।
মীন লগ্ন
ভাগ্য উন্নতির ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সপ্তাহে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি লাভ হবে। গবেষণামূলক কাজে সম্পূর্ণ সফলতা অর্জন হবে।
বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার
যোগাযোগ: 8777679776