
সাপ্তাহিক ট্যারো রাশিফল: সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যফল
১ মিনিটে পড়ুন . Updated: 29 Dec 2020, 04:29 PM IST- চলতি সপ্তাহ কেমন কাটবে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।
কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর)- ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকরী করবেন। প্রেম সম্পর্কে সাফল্য লাভ করবেন। সপ্তাহ আনন্দে কাটবে। কাজের জন্য সন্তোষজনক সময় ।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- অনিয়মিততা স্বাস্থ্যে প্রতিকূল প্রভাব ফেলতে পারে। এ সময় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তাই সতর্ক থাকুন। পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। আয়ের উৎসের বিস্তার হবে। সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- এ সপ্তাহে বিপরীত লিঙ্গের কোনও সহকর্মী আপনাকে আকর্ষিত করতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগে সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। আর্থিক বিষয় সাবধানতা অবলম্বন করুন। বৃহস্পতিবারের ব্রতর ফলে শান্তি লাভ করবেন।