ধনু (২৩ নভেম্বর – ২৩ ডিসেম্বর)- দাম্পত্য সুখ কমবে। বিরোধের কারণে মানসিক চিন্তা বাড়াতে পারে। অনাবশ্যক বিবাদ সম্ভব। আকস্মিক সমস্যার কারণে আর্থিক লোকসান হতে পারে।
মকর (২৪ ডিসেম্বর – ২০ জানুয়ারি)- পর্যাপ্ত অর্থ লাভ সত্ত্বেও অনাবশ্যক ব্যয়ের কারণে সমস্যা হতে পারে। চাকরি ও ব্যবসায় লোকসান, জমি-বাড়ি সংক্রান্ত কাজে বাধা আসতে পারে। আর্থিক সমস্যা, শারীরিক কষ্ট, দুর্ঘটনা, বহুমূল্য বস্তু চুরি হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি)-স্থান পরিবর্তনের পরিকল্পনার ফলে ক্ষতি হতে পারে। পারিবারিক ও বন্ধুত্বের সম্পর্কে ভেবেচিন্তে কথা বলুন, তা না-হলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ পরিকল্পনায় বিলম্ব অথবা অসাফল্য মানসিক কষ্ট দিতে পারে।
মীন (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ)- স্বাস্থ্য সমস্যার কারণে চিন্তিত থাকবেন। পারিবারিক জীবনে অশান্তি ও কলহের পরিবেশ সৃষ্টি হতে পারে। সাবধানে গাড়ি চালান।