শনি দেবের কথা : বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেব নবগ্রহের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন ৷ শনিদেব কে আমরা কর্মফলদাতা বলে জানি ৷ শনিদেব জাতককে তার কর্মফল অনুযায়ী ফল প্রদান করেন ৷ ভালো কাজের জন্য যেমন ভালো ফল প্রাপ্ত দেন ৷ তেমনি খারাপ কাজের জন্য দণ্ড দেন ৷ শনিদেব কে প্রসন্ন করার জন্য ভক্তরা অনেক রকম উপায় করেন ৷ তার মধ্যে অন্যতম শনি দেবকে সরষের তেল প্রদান ৷ শনিদেবকে সরষের তেল দেওয়া হয় ৷ কিন্তু আপনারা কি জানেন শনিদেব কে কেন সরষের তেল দেওয়া হয় ৷
হনুমানজির সঙ্গে শনি দেবের যুদ্ধ : শাস্ত্র অনুসারে কথিত আছে একবার শনিদেব তার নিজের শক্তির জন্য খুব অহংকার করছিলেন ৷ ঠিক সেইসময় হনুমানজি কীর্তি এবং তার বল পরাক্রমের চর্চা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল ৷ সকলেই বজরংবলীর বল এবং সাহসিকতার প্রশংসা করছিল ৷ যখন এই কথা শনিদেব শুনতে পেলেন তখন তিনি হনুমান জি কে যুদ্ধের জন্য আহ্বান করলেন ৷ যখন শনিদেব যুদ্ধের জন্য হনুমানজির কাছে গেলেন তখন ভগবান শ্রীরামের চিন্তায় হনুমানজি মগ্ন ছিলেন ৷ শনিদেব হনুমান দিকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন ৷ কিন্তু হনুমানজি শনিদেব কে বোঝানোর চেষ্টা করলেন ৷ কিন্তু শনিদেব হনুমানজির কোন কথা শুনলেন না এবং তিনি যুদ্ধের জন্য বারংবার অনুরোধ করতে লাগলেন হনুমানজীকে ৷ তখন দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হলো ৷ সেই সময় হনুমানজির কাছে শনিদেব পরাস্ত হলেন ৷
শাস্ত্র অনুযায়ী শনিদেব সেই সময় প্রবল ভাবে ঘায়েল হয়েছিলেন এবং তার সারা শরীরে সেই সময় প্রবল ব্যাথা বেদনা হয়েছিল ৷ সেইসময় হনুমানজি শনিদেবকে সরষের তেল সারা শরীরে লাগিয়ে দিয়েছিলেন ৷ যার ফলে শনিদেবের আরাম হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই শনিদেবের সমস্ত কষ্ট দূর হয়েছিল , তখন শনিদেব বলেছিলেন যে , কোন ভক্ত যদি মন থেকে আমায় সরষের তেল দেয় তাহলে তার উপর থেকে সমস্ত সংকট দূর হয়ে যাবে ৷ এরপর থেকেই শনিবার দিন শনিদেব কে সরষের তেল দেয়ার প্রচলন হয় ৷
(উপরোক্ত তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত)