বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Road Accident in Jalpaiguri: জলপাইগুড়িতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে, কলকাতার বাসিন্দা-সহ মৃত ৪

Road Accident in Jalpaiguri: জলপাইগুড়িতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে, কলকাতার বাসিন্দা-সহ মৃত ৪

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করা হচ্ছে (টুইটার)

পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ওদলাবাড়ি হাসপাতালে পাঠানো হয়।

জলপাইগুড়িতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। এঁদের মধ্যে দু'জন কলকাতার বাসিন্দা। শনিবার ভোর ৫টা নাগাদ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে গাড়ি নিয়ে ৬ থেকে ৭ জন ব্যক্তি ফিরছিলেন। মালবাজারের ওদলাবাড়ির কাছে রুংডং-এ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। ঘটনাস্থনেই মারা যান দু'জন। গুরুতর আহত হন গাড়ির মধ্যে থাকা অন্যান্যরা।

গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রুংডুং নদীতে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মংপং ফাঁড়ির পুলিশ। সেখানে তিলক মণ্ডল নামে এক যুবক ও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশ এবং অ্যাম্বুল্যান্স চালকদের তৎপরতায় নিহত ও আহতদের উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। পরে আহতদের শিলিগুড়ি নিয়ে আসা হয়। শিলিগুড়ি নিয়ে আসার পথেই মৃত্যু হয় গাড়ির চালক সাহিল শেখের। বর্তমানে শিলিগুড়ির বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নব দম্পতি রাজেশ এক্কা ও পুনম ওঁরাও সহ বাকিদের চিকিৎসা চলছে। শনিবার সকালে গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে শিলিগুড়ির বিদ্যাচক্রে বাসিন্দা রয়েছেন এছাড়া কলকাতার কয়েকজন বাসিন্দা রয়েছে বলে জানা গিয়েছে। সেতুর পাশে পড়ে যাওয়া গাড়িটি ক্রেন দিয়ে হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন